টাকা না ভালোবাসা কোনটি মানুষের প্রিয়

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ১০:০৪:০৫ পিএম

লাইফস্টাইল ডেস্ক : গবেষণায় বিভিন্ন প্রেক্ষাপট আর তথ্য বিশ্লেষণ করে গবেষকরা খুঁজে পেয়েছেন চমকপ্রদ তথ্য। প্রেম সম্পর্কে সবার মনেই একটি ধারণা কাজ করে। আর তা হলো প্রেম এমন এক জিনিস, যা মানুষকে পাল্টে দেয়ার ক্ষমতা রাখে। প্রেমে পড়লে অনেক দামি জিনিসও তুচ্ছ বলে মনে হয়। চোখ তখন ভালোবাসার মায়াজালে কার্যত অন্ধ। ভালোবাসার মানুষ আর তাকে নিয়ে দেখা স্বপ্নই তখন মন ও মস্তিষ্কজুড়ে চলে।

আবেগ, ভালোবাসা আর বাস্তব কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তারই প্রমাণ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি একটি মার্কিন অর্থ ব্যবস্থাপনা সংস্থা এ বিষয়ে একটি গবেষণা করেছে। প্রায় ১২০০ নারী-পুরুষ এই গবেষণায় অংশগ্রহণ করেন। তাদের তথ্য সংগ্রহ করে গবেষকরা দেখেছেন, দাম্পত্যজীবনে ভালো থাকার বিষয়টির বেশির ভাগই অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করছে।

গবেষণায় দেখা গেছে, অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যে থাকা মানুষদের মোট ৭৩ শতাংশ দাম্পত্যজীবনে বেশ সুখী। আর আরেক দলের ৫৯ শতাংশ মানুষ জানিয়েছেন, তাদের কাছে টাকাপয়সার থেকে ভালোবাসার মূল্য বেশি। আরেক দলের শতকরা ৩৭ জন জানিয়েছেন, তারা সুখী দাম্পত্যজীবন পেতে ত্যাগ করে দিতে পারেন তাদের সর্বস্ব।

নারী-পুরুষের সমীক্ষায় দেখা গেছে, মুখে ভালোবাসার কথা বললেও কার্যক্ষেত্রে কিন্তু টাকা বেশ গুরুত্ব পেয়েছে তাদের কাছে। নারীদের মধ্যে শতকরা ৮৭ জন ও পুরুষদের মধ্যে শতকরা ৫৭ জন বলেছেন, কোনো ক্ষেত্রে সম্পূর্ণ টাকার  নিরিখে বিচার করতে মোটেই ভালো লাগে না তাদের। অর্থাৎ নারী না, পুরুষের কাছেই টাকার গুরুত্ব বেশি লক্ষ করেছেন গবেষকরা।

আবার আরেক দলকে পর্যবেক্ষণ করে দেখা গেছে, ৬০ শতাংশ মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এমন মানুষকেই ভালোবাসার জন্য পছন্দ করতে প্রথমে আগ্রহী হয়।

গবেষণায় ভালোবাসার চেয়ে বেশি গুরুত্বের বিষয় টাকা হওয়ায় অবাক হয়েছেন গবেষকরা। তবে সংখ্যায় কম হলেও টাকার চেয়ে ভালোবাসাকেও গুরুত্ব দিয়েছেন অনেকে। তাই সমীক্ষায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনও আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করেন গবেষকরা।

সূত্র: নিউজ ১৮ বাংলা

 

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১০:০২

▎সর্বশেষ

ad