
খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাটে ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে দুইটি ইট ভাটায় জরিমানা আরোপ করা হয়েছে। অভিযানে নেতৃত্বে ছিলেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত। এই সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান উপস্থিত ছিলেন।
জানাগেছে, গোসাইরটাটের সামন্তসার এলাকার একতা ব্রিকস ও সিঙ্গাড্ডা এলাকার চৌধুরী ব্রিকস ফিল্ডে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লংঘন করে কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে কাঠ পোড়ায়। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল থেকে ভাটা দুটিতে অভিযান পরিচালনা করে জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে একতা ও চৌধুরী ব্রিকসের কয়লার পরিবর্তে কাঠ পোড়াতে দেখা যায়। তখন প্রত্যেক ইট ভাটাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪০