
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও গরীব শিক্ষার্থীদেরকে নানাভাবে সহায়তা করা হয়েছে। শনিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান এ সহায়তা দেয়।
সহায়তার মধ্যে ছিলো, গরীব ৫২ জন শিক্ষার্থীর কাছে বিনামূল্যে স্কুল ড্রেস, ভালো ফলাফল ও পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীকে বৃত্তি প্রদান। এছাড়া এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির। বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ প্রকৌশলী আব্দুল কুদ্দুস ফকির, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। সহকারি শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক শাহীনা আখতার।
কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮