
স্পোর্টস ডেস্ক : তার মালিকানায় ইতোমধ্যে আছে দুটি ক্লাব। একটি স্প্যানিশ হলেও অন্যটি তার নিজের শৈশবের। তারপরও আরও একটি ক্লাব কিনতে চলেছেন রোনালদো নাজারিও দি লিমা। পর্তুগিজ একটি ক্লাবের দিকে হাত বাড়িয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। রোনালদো নাকি এবার পর্তুগালেরই তৃতীয় বিভাগের ‘আমোরা’ নামের একটি ক্লাব কিনতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেফে পর্তুগিজ সংবাদমাধ্যম মাইসফুটবল। পোর্টালটির বরাত দিয়ে তার ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
২০১৮ সালে প্রথম কোনো ক্লাবের মালিকানা কেনেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদো। স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের ৫১ শতাংশ শেয়ার কিনে নিয়ে প্রথমবারের মতো ক্লাব মালিকের খাতায় নাম লেখান ‘দ্য ফেনোমেনন’খ্যাত সাবেক এই ফুটবলার। বর্তমানে তিনি ক্লাবটির ৮২ শতাংশের মালিক। রোনালদো কিনে নেওয়ার পর থেকে স্প্যানিশ ফুটবলের শীর্ষ স্তরে টিকে থাকার সংগ্রাম করে চলেছে ক্লাবটি। চলতি মৌসুমে ২৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ক্লাবটি। এরপর ২০২১ সালের শৈশবের ক্লাব ক্রুজেইরো কিনে নেন রোনালদো।
কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৮