বাড়িতে যেসব গাছ রাখলে বদলে যাবে আপনার ভাগ্য!

Ayesha Siddika | আপডেট: ১৭ মার্চ ২০২৩ - ০৩:২৩:২৩ পিএম

লাইফস্টাইল ডেস্ক : বাস্তুশাস্ত্র অনুযায়ী, এমন কিছু গাছ রয়েছে, যেসব গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। গাছগুলো আমাদের মোটেই অচেনা নয়। যেমন: তুলসী, পুদিনা, অ্যালোভেরা ইত্যাদি। তুলসী যেমন মশা দূর করে, পিঁপড়া বা ছোট পোকামাকড়ও এর গন্ধে আশপাশে আসে না।

বাস্তুবিদরা বলছেন, বিভিন্ন ধরনের গাছের মধ্যে নিম, পুদিনা, লেমন গ্রাস, ইউক্যালিপটাস, অ্যালোভেরা ইত্যাদি গাছ প্রতিটি ঘরেই রাখা উচিত। কারণ, এসব গাছ ঘরের অর্থাভাব ঘোচাতে পারে। নিয়ে আসে পজিটিভ এনার্জি। এ ছাড়া কিছু গাছ ঘরে রাখলে অনেক ধরনের বাস্তুদোষ দূর হয় বলে মনে করা হয়।

চলুন জেনে নেয়া যাক ঘরে কোন গাছ রাখলে কী হয়–

পুদিনা

পুদিনা মশা-মাছি তাড়ায়। ঘরে সতেজতা বজায় রাখে। বাস্তু অনুসারে বাড়িতে পুদিনা গাছ লাগানো ভালো বলেই মনে করা হয়।

লেমনগ্রাস

লেমনগ্রাস মশা তাড়াতে সহায়ক। তা ছাড়া এর চা পান করলে নানা রোগ দূর হয়।

ইউক্যালিপটাস

ইউক্যালিপটাস ঘরে সতেজতা এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে। এতে উপস্থিত উপাদান মশা, মাছি ও পোকামাকড় তাড়ায়।

লাকি ব্যাম্বু

এমনিতেই বাঁশ গাছ সৌভাগ্যের প্রতীক। জীবনে সাফল্য সম্পদ আনে। ঘরের পূর্বে বা দক্ষিণ-পূর্বে এই গাছ রাখলে ঘরে পজিটিভ এনার্জি আসে।

অ্যালোভেরা

অ্যালোভেরা পজিটিভ এনার্জির ভান্ডার। দুর্ভাগ্য ঘনিয়ে এলে তাকে সরিয়ে দিতে পারে এই গাছের উপস্থিতি। প্রকৃতি-পরিবেশে যে দূষণ ঘটে, তা কমিয়ে দিতে এই গাছের জুড়ি নেই।

নিম

নিম খুব কার্যকরী। এর চারপাশেও পোকামাকড় আসে না। নিম অবশ্য ইনডোর প্ল্যান্ট নয়। বাড়িতে জায়গা থাকলে নিমগাছ লাগানো ভালো।

সূত্র: নিউজ ১৮ বাংলা

 

 

কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:২১

▎সর্বশেষ

ad