
স্পোর্টস ডেস্ক : তিন যুগ পর বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধা করে আর্জেন্টিনা মেতে আছে উৎসবে। তবে ফুটবলাররা ফের ব্যস্ত হয়ে পড়েছেন ক্লাবগুলোতে। অবশেষে উৎসবের আমেজ ফুরাচ্ছে তাদের। কাতার বিশ্বকাপের পর ফের খেলতে নামছে আন্তর্জাতিক ফুটবল। আগামী ২৩ মার্চ তারা মুখোমুখি হচ্ছে পানামার বিপক্ষে।
নতুন বছরের আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক ম্যাচ মাঠে বসে দেখতে অনলাইনে টিকিট কিনতে চেয়েছেন ১৫ লাখ ৫০ হাজার মানুষ। আর ম্যাচটি কাভার করতে অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন ১ লাখ ৩১ হাজার সাংবাদিক। তবে যে মাঠে খেলা হবে, বুয়েনেস এইরেসের সেই মনুমেন্টাল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ৮৩ হাজার।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া জানিয়েছেন, আর্জেন্টিনা-পানামা ম্যাচটি কাভার করতে সংবাদমাধ্যমের আগ্রহও স্মরণকালের সর্বোচ্চ। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘পানামা ম্যাচের জন্য ১ লাখ ৩১ হাজার ৫৩৭ জন সাংবাদিক অ্যাক্রেডিটেশনের অনুরোধ করেছেন, যা সাংবাদিক-চাহিদার দিক থেকে ইতিহাসের সর্বোচ্চ। সবার প্রত্যাশা পূরণ করতে পারলে আমরা খুশি হতাম। তবে এ জন্য আমাদের দুটি স্টেডিয়াম লাগবে।’
যে ম্যাচ নিয়ে সংবাদমাধ্যম ও দর্শকের বিপুল আগ্রহ, সেটি অবশ্য কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের অংশ। পানামার পর ২৮ মার্চ আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কুরাসাওয়ের বিপক্ষে সেই ম্যাচ হবে আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এসতেরোর ইউনিকো মাদ্রে দি সিউদাদেস স্টেডিয়ামে, যেটির ধারণক্ষমতা ৩০ হাজার। ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে গত বছরের ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ ট্রফি হাতে তোলা মেসিদের এই প্রথম মাঠে দেখতে উন্মুখ সবাই।
কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৫