পানছড়িতে ১২ কেজি  গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Ayesha Siddika | আপডেট: ১০ মার্চ ২০২৩ - ০৮:৪৯:৩৫ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার   পানছড়ি উপজেলার লোগাং ভারতীয় সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ১টি মাহেন্দ্রসহ ২ জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।শুক্রবার (১০ মার্চ ২০২৩ইং ) বেলা ৩টার দিকে পানছড়ি-লোগাং সড়কের সাঁওতাল পাড়া সংলগ্ন মেইন সড়ক থেকে ) খোকন চাকমা (২৬ ও সুফল চাকমা (১৯) কে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-খোকন চাকমা (২৬ রাঙ্গামাটি সদর  উপজেলার চ্যাগাইয়াছড়ি গ্রামের রজনী কুমার চাকমার ছেলে , সুফল চাকমা (১৯)রাঙ্গামাটি সদর  উপজেলার চ্যাগাইয়াছড়ি গ্রামের রাঙ্গা চান চাকমা’র ছেলে জানা যায়, পানছড়ি উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে  ব্যবসায়িক উদ্দেশ্যে   গাঁজা ত্রুয় করে  রাঙ্গামাটি শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাদের আটক করি। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৮:৪৫

▎সর্বশেষ

ad