
তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছবি শেয়ার করতে না পারার অভিযোগ করেছেন। এছাড়া যুক্তরাজ্যের প্রায় দুই হাজার, অস্ট্রেলিয়া ও ভারতে এক হাজারের বেশি ব্যবহারকারী ছবি শেয়ার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।
ব্যবহারকারীদের দাবি, অধিকাংশই ইনস্টাগ্রামে লগ ইন করতে পারলেও তারপরে আর কিছু করতে পারছেন না। অনেকে আবার সঠিক পাসওয়ার্ড দিয়েও ইনস্টাগ্রামে লগ ইন করতে পারেননি।
কেন বিশ্বজুড়ে ব্যাহত হচ্ছে তা নিয়ে মেটার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের মালিক মার্ক জাকারবার্গ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান-প্রদানের হোয়াটসঅ্যাপের মালিকও মেটা।
কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/রাত ৮:০৫