ব্রেকিং নিউজ
আমেরিকায় সর্বাধুনিক হেলিকপ্টার আবিস্কার করলেন বাংলাদেশী বিজ্ঞানী দূতাবাসকর্মীদের নিরাপত্তার ইস্যুতে ঢাকাকে ওয়াশিংটনের বার্তা দ্বিতীয় স্ত্রীকে অস্বীকারঃ আক্কেলপুরের ইউএনও আরিফুলকে ওএসডি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে নিতে হাসপাতাল খুঁজছে পরিবার গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অংশগ্রহণ নিঃসন্দেহ ঐতিহাসিক : মির্জা ফখরুল এবার ১০ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫২

প্রভাস সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন তামান্না

uploader3 | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২৩ - ০৭:০৫:৪৭ পিএম

বিনোদন ডেস্ক : বাহুবলী-টু মুক্তির ছয় বছর পার হয়ে গেছে। এই ছয় বছরে অভিনেত্রী তামান্না ভাটিয়া অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় এসেছেন। কিন্তু আজও তার কাছে প্রভাস বিশেষ।

বাহুবলী শুটিংয়ের সময় এক অন্য প্রভাসকে আবিষ্কার করেছিলেন এই দক্ষিণি নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির সহঅভিনেতা প্রভাসের এক গোপন কথা ফাঁস করেছেন তিনি।
প্রভাস এমন এক তারকা, যাকে সবাই ভালোবাসেন।

শুধু সাধারণ মানুষ নন, বলিউড থেকে দক্ষিণি তারকারাও প্রভাসে মুগ্ধ। আর এই দক্ষিণি তারকার সঙ্গে যারা কাজ করেছেন, তারা আরও বেশি করে প্রভাসকে ভালোবেসে ফেলেছেন। প্রভাসের ব্যবহার, আতিথেয়তায় মুগ্ধ বিটাউনের অনেকেই। তাই অমিতাভ বচ্চন, কারিনা কাপুর খান, শ্রদ্ধা কাপুর, পূজা হেগড়ে, শ্রুতি হাসানসহ অনেকের কণ্ঠে প্রভাসের প্রশংসা শোনা গেছে।

সাক্ষাৎকারে তামান্না বলেছেন, প্রভাস সবার ব্যাপারে ভাবনাচিন্তা করেন। নানাভাবে বুঝিয়ে দেন সবাইকে তিনি কতটা ভালোবাসেন। প্রভাসের গোপন কথা ফাঁস করে তামান্না বলেছেন, প্রভাস জানেনই না যে তার ঘরের খাবার সবাইকে পাগল করে দিয়েছে। তিনি এও জানেন না, তার এই স্বভাব সবাইকে কতটা প্রভাবিত করে। এটা তার স্টারডমকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।

প্রভাসের ব্যক্তিত্ব সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে। প্রভাস নিজেই জানেন না আশপাশের মানুষ তাকে কতটা ভালোবাসেন।

কিউটিভি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad