ব্রেকিং নিউজ
ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা

রেকর্ড গড়ে সমালোচকদের হ্যারি কেইনের খোঁচা

Ayesha Siddika | আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২৩ - ০৬:২৯:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : রোববার (৫ ফেব্রুয়ারি) নিজেদের মাঠে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটিকে হ্যারি কেইনের একমাত্র গোলে হারায় টটেনহ্যাম। ম্যাচের ১৫ মিনিটের মাথায় পিয়েরে-এমিলের বাড়ানো বলে ডান পায়ের শট থেকে লক্ষ্যভেদ করেন কেইন। শেষ পর্যন্ত এই এক গোল ধরে রেখেই পেপ গার্দিওলার দলের বিপক্ষে জয় নিশ্চিত করে অ্যান্তনিও কন্তের দল।

এই গোলে একই দিনে দুটি মাইলফলক ছুঁয়েছেন কেইন। টটেনহ্যামের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এককভাবে তার দখলে। ২৬৭ গোল নিয়ে কেইন ছাড়িয়ে গেছেন ক্লাবটির আরেক কিংবদন্তি জিমি গ্রিভসকে। ২৬৬ গোল নিয়ে গ্রিভস দীর্ঘকাল রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন।

শুধু এটিই নয়, এই এক গোলের কারণে ইংলিশ তারকা আরও একটি রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হ্যারি কেইন। এদিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন কেইন। তার আগে ২০৮ গোল করে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনি। আর ২৬০ গোল করে শীর্ষে রয়েছেন অ্যালান শিয়ারার।

রেকর্ড ভাঙার রাতে সমালোচকদের ব্যঙ্গ করার সুযোগটা হাতছাড়া করেননি কেইন। টুইটারে নিজের রেকর্ড গড়ার ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে খোঁচা মেরেছেন সমালোচকদের। ‘ওয়ান সিজন ওয়ান্ডার’ লিখে তার পাশে জুড়ে দিয়েছেন টিপ্পনীর ইমোজি।

মাঠেও টটেনহ্যাম সমর্থকরা প্রতিপক্ষ সিটিকে বিদ্রুপ করে গেয়েছেন, ‘সে এক মৌসুমের বিস্ময় বৈ কিছু নয়।’ হ্যারি কেইনের উত্থানের মৌসুমে তাকে টটেনহ্যামের প্রতিপক্ষ দলগুলো ‘কড়াইয়ে থাকা একগুচ্ছ মাংস’ বলে বিদ্রুপ করত। মূলত সেই বিষয়টি মনে করিয়ে দিতেই তারা এই গান ধরেছিল।

টটেনহ্যামে শুরুর দিনগুলোতে হ্যারি কেইনকে এক মৌসুমের বিস্ময় বলে আখ্যা দিয়েছিল অনেকই। শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে সময়ের সেরা এই স্ট্রাইকার নিজেকে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে। টটেনহ্যাম তো বটেই, অধিনায়কত্ব করেছেন ইংল্যান্ড জাতীয় দলেরও। শনিবার (১১ ফেব্রুয়ারি) লিগের পরবর্তী ম্যাচে স্পারদের প্রতিপক্ষ লেস্টার সিটি।

 

 

কিউটিভি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৭

▎সর্বশেষ

ad