
ডেস্কনিউজঃ চার দিনের পদযাত্রা কর্মসূচি দিয়ে রাজধানীর রাজপথে এককভাবে নামছে ঢাকা মহানগর বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আজকের পদযাত্রায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুর ২টায় রাজধানীর বাড্ডার হোসেন মার্কেট থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত হবে এ পদযাত্রা। উত্তরের প্রতিটি ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজকের পদযাত্রায় প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারাও এতে অংশ নেবেন। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি চার দিনের পদযাত্রা কর্মসূচি পালন করবে। আশা করি, এই কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি আরও বেগবান হবে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, আগের মতোই পদযাত্রা কর্মসূচিও আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। এ কর্মসূচির বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে অবগত করা হয়েছে।
এদিন ছাড়াও ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু করে মিরপুর-১নং হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল থেকে জুরাইন রেলগেট পর্যন্ত এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে। প্রতিটি পদযাত্রা দুপুর ২টায় শুরু হবে।
সূত্রমতে, পদযাত্রা কর্মসূচি সফলের জন্য দফায় দফায় বৈঠক করেছেন মহানগর নেতারা। তারা এ কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক শক্তি জানান দিতে চাইছে। শৃঙ্খলা রক্ষায় নিজেদের উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসাবে শতাধিক নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি ছাড়াও সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে পদযাত্রায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছে মহানগর উত্তরের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক যুগান্তরকে বলেন, পদযাত্রা সফল করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। আশা করছি বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ এ কর্মসূচিতে গণজোয়ার সৃষ্টি হবে।
বিপুল/ ২৮.০১.২০২৩/সকাল ১১.৩৭