দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

uploader3 | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৩ - ১০:৫৩:২৭ পিএম

ডেস্কনিউজঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তাদের সাথে দেশের জনগণ নেই। আছে শুধু কিছু পুলিশ, আমলা ও তাদের দোসররা। আর জনগণ রয়েছে বিএনপির সাথে। কারণ বিএনপির সভা-সমাবেশে মানুষ পায়ে হেঁটে, চিড়ামুড়ি খেয়ে, না খেয়ে যোগ দেয়। কিন্তু আওয়ামী লীগের সভায় লোক আনতে বিরিয়ানি খাওয়াতে হয়, গেঞ্জি দিতে হয়। তারপরেও সভার একদিকে প্রবেশ করে অন্যদিক দিয়ে বের হয়ে যায়।’

তিনি বলেন, ‘তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের প্রস্তাব দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। আওয়ামী লীগ এর জবাব দিতে না পেরে শুধু বলে- বিএনপি এ প্রস্তাব বাস্তবায়ন করতে পারবে না। তাই তারেক রহমানের প্রস্তাবনা জনগণের কাছে তুলে ধরতে হবে।’

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে সেই টাকা লুটপাট করে পাচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন আমীর খসরু।

জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মো: রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি গোলাম মো: সিরাজ ও মোশারফ হোসেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. হাসানাত আলী, বিএনপি নেতা লাভলী রহমান, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল ফজলুল বারী বেলাল প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়ীর জিয়া বাড়িতে শীতবস্ত্র বিতরণ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া জেলা বিএনপির আয়োজনে জোহরের নামাজ শেষে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

বিপুল/১৯.০১.২০২৩/রাত ১০.৪৯

▎সর্বশেষ

ad