ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বার্সার কাছে কফি আর নারীসঙ্গী চেয়েছিলেন নেইমারের বাবা?

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৪:০৩:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সুপারস্টার নেইমার পিএসজিতে সুখেই আছেন। যদিও মাঝেমধ্যেই নিয়ম করে তার দলবদলের খবর শোনা যায়, কিন্তু এখনও তেমন কিছুই ঘটেনি। কিছুদিন আগে ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্যে না গিয়ে সমালোচিত হয়েছিলেন নেইমার। এবার হুট করেই সামনে চলে এলো ৯ বছর আগের একটি ঘটনা। ২০১৪ সালে সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের ট্রান্সফার নিয়ে ‘ইএসপিএন ব্রাজিল’কে একটা বিস্ফোরক সাক্ষাতকার দিয়েছিলেন ব্রাজিলের ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট লুইস আলভারো দা অলিভিয়েরা রিবেইরো।

ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের ট্রান্সফার নিয়ে দীর্ঘদিন জলঘোলা হয়েছে। কর ফাঁকি, আর্থিক তছরূপের মতো একাধিক মামলা হয়েছে স্পেনের আদালতে। নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিসে যাওয়ার পরেও তাকে স্পেনের আদালতে হাজিরা দিতে হয়েছে। সেই ট্রান্সফারের চুক্তির একটি শর্ত হঠাৎই প্রকাশ্যে চলে এসেছে ব্রিটিশ মিডিয়া ‘ডেইলি স্টার’ এর সৌজন্যে। লুইস আলভারো দাবি করেছেন, নেইমারের বাবা নাকি বার্সেলোনাকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তাকে কফি আর নারীসঙ্গীর জোগান দিতে হবে! 

ওই সাক্ষাৎকারে নেইমারের বাবাকে অর্থপিশাচ বলেছিলেন রিবেইরো। তার ভাষায়, ‘নেইমারের চুক্তিতে লেখা ছিল, লন্ডনের পিকাডিলির একটি হোটেলে তার বাবাকে বিনামূল্যে কফি এবং নিয়মিত নারীসঙ্গী দিতে হবে। নেইমারের বাবা সব দাবি করেছিলেন। কিন্তু কোনোদিন একটা কফির দাম দেননি। অন্তত ২০০ বার আমি তার কফির দাম দিয়েছি। সেই চুক্তিতে নারীসঙ্গী ছাড়াও ব্রাজিলের ম্যাচ দেখতে নিয়ে যাওয়ার শর্ত ছিল। তার টাকার অভাব ছিল না। কিন্তু বার্সেলোনা নেইমারের বাবার চাহিদা মেটাতে একজন লোক পর্যন্ত নিয়োগ করেছিল!’

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad