ইউক্রেনে শীর্ষ কমান্ডারকে তিন মাস পরই সরিয়ে দিলেন পুতিন

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৩:৪৯:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে শীর্ষ কমান্ডারকে দায়িত্ব দেওয়ার মাত্র তিন মাস পর সরিয়ে দিয়েছেন। চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এখন ইউক্রেন যুদ্ধের নেতৃৃত্ব দেবেন, যা পুতিনের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযান’।

জেনারেল গেরাসিমভ ২০১২ সাল থেকে পদে রয়েছেন। তিনি সোভিয়েত-পরবর্তী যুগের রাশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা চিফ অব জেনারেল স্টাফ। বর্তমানে গেরাসিমভের ডেপুটি জেনারেল সুরোভিকিন সিরিয়ায় রাশিয়ার অভিযান এবং বিশেষ করে আলেপ্পো শহরে ভারী বোমাবর্ষণসহ নৃশংস কৌশলের জন্য ‘জেনারেল আর্মাগেডন’ নামে পরিচিতি পেয়েছিলেন।

সুরোভিকিন দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে রাশিয়ার প্রত্যাহারও তদারকি করেছিলেন, যাকে ইউক্রেনীয়দের জন্য একটি বড় সাফল্য মনে করা হয়।

সূত্র : বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৮

▎সর্বশেষ

ad