দক্ষিণী নায়ক আল্লু অর্জুনের ৬ বছরের মেয়ে সিনেমায়

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ০৯:১৩:০৪ পিএম

বিনোদন ডেস্ক : জানা গেছে, চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে সামান্থা রুথ প্রভুর সিনেমা ‘শকুন্তলাম’। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আল্লুকন্যা আরহার। মেয়ের অভিষেক হওয়ার খবর নিজেই জানিয়ে আল্লু অর্জুন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত।’ একই পোস্টে পরিচালক গুণশেখরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সুপারস্টার আল্লু অর্জন। সেই সঙ্গে মেয়েকে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেয়ার জন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে জানা যায়, ‘শকুন্তলম’ সিনেমায় বিশেষ দৃশ্যে অভিনয় করেছে আরহার। এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, হিন্দিসহ মোট ৫টি ভাষায় আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

সূত্র: নিউজ ১৮

 

 

কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad