জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে পুনাক বার্ষিক সমাবেশ আনন্দমেলায় খাগড়াছড়ি পুনাক স্টোল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী,পুনাক খাগড়াছড়ি স্টোল পরিদর্শন করে মাননীয় প্রধানমন্ত্রী খুবই উৎসাহিত হোন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজামান খান এমপি,এর সহধর্মিণী লুৎফুল তাহমিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, পুনাকের সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী পুনাক স্টল পরিদর্শন করেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এতে পুনাকের সকল সদস্য অনুপ্রাণিত ও উজ্জীবিত। তিনি বলেন পুনাক নারীদের কল্যাণে কাজ করছে। পুলিশ পরিবারের সদস্যদের বাইরেও পুনাকের কার্যক্রম সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। জেলা পর্যায়েও পুনাকের কার্যক্রম দৃশ্যমান রয়েছে। ভবিষ্যতে পুনাকের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।
কেন্দ্রীয় পুনাক সহ সভানেত্রী, সাম্পাদিকা সহ পুনাকের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্যাগণ এবং বিভিন্ন জেলা থেকে আগত পুনাকের জেলা সভানেত্রী ও সদস্যাগণ এসময় উপস্থিত ছিলেন।খাগড়াছড়ি পুনাক এর প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম এর সহযোগিতা ও খাগড়াছড়ি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী এর সার্বিক তত্ত্বাবধানে রাজারবাগ পুলিশ লাইনসে আনন্দমেলায় খাগড়াছড়ি পুনাক অংশ গ্রহণ করে।
কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৫