
স্পোর্টস ডেস্ক : গেল বছরের ৩০ ডিসেম্বর রোনালদো নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। এবার ক্লাবটিতে পর্তুগিজ ডিফেন্ডার পেপেকে নিতে চান সিআরসেভেন। রোনালদোর খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত পেপে। এর আগে জাতীয় দলের বাইরে রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলেছে, সৌদি আরবে গিয়ে আল-নাসরের সঙ্গে কথা বলেছেন রোনালদো। তিনি বন্ধু পেপেকে ক্লাবটিতে দেখতে চান। ধারণা করা হচ্ছে, মাঠ এবং মাঠের বাইরে পেপেকে পাশে রাখতে চান বলেই এমন আবদারের কথা জানিয়েছেন তারকা রোনালদো।
পেপে-রোনালদোর বন্ধুত্বের একটি উদাহরণ দিয়েছে মার্কা। কাতার বিশ্বকাপে দ্বিতীয় পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বসিয়ে রাখা হয়েছিল ডাগআউটে। সে ম্যাচে অধিনায়ক ছিলেন পেপে। তবে রোনালদো বদলি হিসেবে মাঠে নামার পরই নিজের হাতের ব্যান্ড খুলে বন্ধুকে পরিয়ে দেন পেপে। সে দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিল ফুটবলবিশ্ব।
এছাড়া বিভিন্ন সংকটের সময়ে রোনালদোর পাশে দেখা গেছে বন্ধু পেপেকে। ফুটবলের ২২তম আসর থেকে বিদায়ের পরে ভেঙে পড়া রোনালদোকে সাহস জুগিয়েছিলেন প্রেমিকা জর্জিনা। সে সময়ও পাশে ছিলেন পেপে। এমন বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই হয়তো আল-নাসরে নিতে চান পেপেকে। এদিকে বিভিন্ন খবরে বলা হচ্ছে: শুধু পেপে নয়, সার্জিও রামোস এবং লুকা মদ্রিচকে নিয়েও ভাবছে আল-নাসর। সুযোগ পেলে তাদেরও দলে ভেড়াতে পারে ক্লাবটি।
কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/রাত ৮:০০