পোন্নিয়ান সেলভান ৬, আরআরআর ২

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ০৫:২০:৪০ পিএম

বিনোদন ডেস্ক : ১৬তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের মধ্যে মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’ সেরা ফিল্মসহ ছয়টি বিভাগে মনোনীত হয়েছে। অপরদিকে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সেরা ভিজ্যুয়াল ইফেক্ট এবং সেরা সাউন্ড হিসেবে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে। ভারতীয় চলচ্চিত্র হিসেবে ‘পোন্নিয়ান সেলভান’ এবং ‘আরআরআর’ মনোনয়নে জায়গা করে নিয়েছে। আর কোনো ভারতীয় চলচ্চিত্র মনোনয়ন পায়নি।

এবারের এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’ ছয়টি বিভাগে আধিপত্য দেখিয়েছে। সেরা সম্পাদনার জন্য শ্রীকর প্রসাদ, সেরা সিনেমাটোগ্রাফির জন্য রবি বর্মন, সেরা মৌলিক সংগীতের জন্য এ আর রহমান, সেরা কস্টিউম ডিজাইনের জন্য একা লাখানি এবং সেরা প্রডাকশন ডিজাইনের জন্য থোটা থারানি এবং সেরা চলচ্চিত্র হিসেবে সিনেমাটি মনোনয়ন পেয়েছে। অন্যদিকে রাজামৌলির ‘আরআরআর’ থেকে সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য শ্রীনিবাস মোহন এবং সেরা সাউন্ডের জন্য অশ্বিন রাজাশেকর মনোনীত হয়েছেন।

‘পোন্নিয়ান সেলভান’-এ ঐশ্বরিয়া রায় বচ্চন

মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’ এ বছর মুক্তিপ্রাপ্ত ভারতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার মধ্যে অন্যতম। সিনেমাটি বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করে নিয়েছে। অপরদিকে এস এস রাজামৌলির ‘আরআরআর’ মুক্তির পরপরই ঝড় তোলে বক্স অফিসে। প্রায় ১১৪৪ কোটি রুপি আয়ের পাশাপাশি সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে। সিনেমাটির নাটু নাটু গানটি মিউজিক (অরিজিনাল গান) বিভাগে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। ১৬তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস ১২ মার্চ (রবিবার) হংকং প্যালেস মিউজিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ১৬তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন তালিকা এবং জুরি সভাপতি ঘোষণা করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৯

▎সর্বশেষ

ad