ঋষভ পান্তের হাঁটুতে সফল অস্ত্রোপচার

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ০৩:২০:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্তের হাঁটুতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার এই অস্ত্রোপচার করা হয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, শুক্রবার ঋষভ পান্তের হাটুর লিগামেন্টে সফল অস্ত্রোপচার হয়েছে। এরপর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ঋষভকে। সুস্থ হয়ে উঠলেই শুরু হবে ঋষভ পান্তের পুনর্বাসন প্রক্রিয়া। 

গত বছরের ৩০ ডিসেম্বর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন এই ক্রিকেটার। সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে তার গাড়িতে আগুন ধরে গিয়েছিল। গুরুতর আহত ঋষভ পান্তকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।

সূত্র: এনডিটিভি

 

 

কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad