ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

ছাত্রলীগকে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ০২:৪২:৪৮ পিএম

ডেস্ক নিউজ : ছাত্রলীগকে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শোভাযাত্রাটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ, মত্স্য ভবন, প্রেস ক্লাব, পুরানা পল্টন, নূর হোসেন চত্বর ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, দুজন মানুষের মৃত্যু নেই। তাঁদের একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি স্বাধীনতা দিয়েছেন। মৃত্যু নেই শেখ হাসিনার, যিনি বাঙালি জাতিকে মুক্তি দিয়েছেন, বাঙালি জাতিকে বীরদর্পে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। লিগ্যাসি অব বঙ্গবন্ধু উইল নেভার ডাই, লিগ্যাসি অব শেখ হাসিনা উইল নেভার ডাই।

মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর আবারও বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আজ স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এত নেতা আমাদের দরকার নেই। আমাদের দরকার কর্মী। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। যেকোনো অনুষ্ঠানে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি। এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই। ছাত্রলীগ হোক কর্মী উৎপাদনের কারখানা।’,ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের গতকাল সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এসব কথা বলেন।

বিএনপির কর্মসূচিতে সহিংসতার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি আমাকে বারবার মারবেন, আমি চুপ করে থাকব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব, তা কি হয়! এটা হয় না। আমরা সারা দেশেই আগে যেমন ছিলাম, তেমনই সতর্ক অবস্থায় থাকব।’,

 

 

কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad