চৌগাছায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শীতার্তদের মাঝে কোম্বল বিতরণ

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৮:৫৩:৩০ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার ৪ জানুয়ারি পৌর শহরের বঙ্গবন্ধু মুর‌্যালে ফুলেল শ্রদ্ধা জানাই ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে চৌগাছা সরকারি কলেজ চত্বরে কেক কাটা হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। কেক কাটা শেষে ৭৫ জন শীতার্তদের মাঝে কোম্বল বিতরণ করা হয়।

সরকারি কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃত্বদেন ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ ও শফিউর রহমান রাথিক । ছাত্রলীগ নেতারা বলেন, সবাইকে সাথে নিয়ে চৌগাছা উপজেলা ছাত্রলীগ একটি মডেল সংগঠন হিসেবে গড়ে উঠবে। আমরা চাইবো উপজেলা ছাত্রলীগের নেতার চেয়ে কর্মীর সংখ্যা বেশি হবে।

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা জিএম ফয়সাল, নয়ন মৃধা, সাহাবুদ্দিন, তাহমিদ শাকিল, হাফিজ আল আসাদ, সানজিদ কবীর, জয়ন্ত কুমার, শিপন, অনিক কুমার মিত্র, পিয়ারুল ইসলাম, শাকিল প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad