ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বাংলাদেশকে ধন্যবাদ জানালো আর্জেন্টিনা

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৫:০১:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে তুমুল সমর্থন দেয় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। যে আওয়াজ পৌঁছে গেছে লিওনেল মেসিদের দেশেও। বিষয়টি নিয়ে দারুণ খুশি আর্জেন্টিনার জনগণ এবং দেশটির ফুটবল কর্তৃপক্ষ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

আনুষ্ঠানিক ধন্যবাদ দিতে আর্জেন্টিনায় বাংলাদেশের ‘অনারারি কনসাল’ লিয়ান্দ্রো গাবারদিকে কাল আমন্ত্রণ জানান এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। সেখানে গাবারদির মাধ্যমে বাংলাদেশের ভক্তদের আর্জেন্টিনা জাতীয় দল ও অ্যাসোসিয়েশনের ধন্যবাদ পৌঁছে দেন এএফএ প্রধান। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ আজ এই খবর জানিয়েছে।

আজ আনুষ্ঠানিক বিবৃতিতে এএফএ জানায়, দক্ষিণ এশিয়ার দেশটিতে আলবিসেলেস্তেদের নিয়ে যে উন্মাদনা রয়েছে সে বিষয়েই দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। মেসি ও আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জানিয়েছেন গাবারদি। সেই সাথে আকাশি-নীলদের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের মানুষের সমর্থন ও উদযাপন আমাদের আনন্দিত করেছে- এমনটাই উল্লেখ করা হয় বিবৃতিতে।

বাংলাদেশে আর্জেন্টিনা দলের প্রতি এই অকুণ্ঠ সমর্থন শুধু মেসিদের দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রচার হয়েছে। গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেসকে অভিনন্দন জানিয়ে চিঠিও পাঠান।২০১১ সালেই বাংলাদেশের মাটিতে পা পড়েছিলো আর্জেন্টিনা জাতীয় দলের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার সাথে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসিরা।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad