ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন আইনমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:৩৯:০৪ পিএম

ডেস্ক নিউজ : টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী, তিনি তৃতীয়বারের মতো আর দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধান সংশোধন করে তাকে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির দায়িত্বে বহাল রাখার পরিকল্পনা সরকারের আছে কিনা— এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই।’

বুধবার ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, ‘নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু তিনি (আবদুল হামিদ) দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, সংবিধান অনুযায়ী তিনি আর থাকতে পারবেন না। সেহেতু নতুন একজন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন।’ 

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো বটেই, কোনো মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন তা হলে জামিন দেবেন। আদালত যদি মনে করেন জামিন দেওয়া যাবে না, তা হলে দেননি।’ 

আনিসুল হক বলেন, ‘এমনটি অহরহ ঘটে থাকে যে নিম্ন আদালত জামিন না দিলেও উচ্চ আদালত জামিন দিয়েছেন। আবার এমনও হয় যে নিম্ন আদালত জামিন দিয়েছেন, অথচ উচ্চ আদালত তা আটকে দিয়েছেন। বাংলাদেশে এমন ঘটনা নতুন কিছু নয়।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘বিষয়টি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা হয়তো জাতীয় পার্টি-বিএনপির আমল দেখেননি কিংবা দেখলেও সেটি বলতে চাচ্ছেন না।’

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/বিকাল ৪.৩৮

▎সর্বশেষ

ad