ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রোনালদোর ভুল, ‘সৌদি আরব’কে বানিয়ে ফেললেন ‘দক্ষিণ আফ্রিকা’

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:২৬:০৪ পিএম

স্পোটৃস ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল নাসরে এসেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল স্বাস্থ্য পরীক্ষাও সেরে ফেলেছেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা এই তারকা। মঙ্গলবার ঘরের মাঠ মার্সুল স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রথমবারের মতো রোনালদোকে নিজেদের খেলোয়াড় হিসেবে হাজির করে আল নাসর। সেখানে সৌদি আরবকে ‘সাউথ আফ্রিকা’ (দক্ষিণ আফ্রিকা) বানিয়ে ফেললেন ‘সিআরসেভেন’।

সৌদি আরবের লিগের প্রশংসা করতে গিয়ে পাঁচবারেরর ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, ‘অনেকেই অনেক কথা বলে, কিন্তু তারা ফুটবলের কিছুই জানে না। গত ১০-১৫ বছরে ফুটবল বদলে গিয়েছে। এখন সব দলই প্রস্তুত থাকে। বিশ্বকাপে সৌদির পারফরম্যান্সই এর প্রমাণ।  উদাহরণ হিসেবে দক্ষিণ কোরিয়া, আফ্রিকার দলগুলো, কোস্টারিকার কথা বলা যায়। এখন ম্যাচ জেতা সহজ না। কারণ সব দলই প্রস্তুতি নিয়ে আসে। এখন ফুটবল বদলে গিয়েছে। ’এরপরই ভুলটি করেন রোনালদো, ‘আমি মনে করি, দক্ষিণ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। সত্যি বলতে, লোকে কী বলল তা নিয়ে আমি মোটেও ভাবি না। ’

সংবাদ সম্মেলনে রোনালদো আরো জানান, ‘ইউরোপে আমার অনেক সুযোগ ছিল। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও এমনকি পর্তুগালের অনেক ক্লাব আমার ব্যাপারে আগ্রহী ছিল। তবে আমি এই ক্লাবকে বেছে নিয়েছি। কারণ আমি বিশ্বের এই অঞ্চলের ফুটবলের উন্নতি চাই। আমার অভিজ্ঞতা কাজ লাগিয়ে এখানের ফুটবলের উন্নতি করতে চাই। সঙ্গে নারীদের ফুটবলের উন্নতিতে সকলের দৃষ্টিভঙ্গি বদলে দিতে চাই। 

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad