ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

নেতানিয়াহুকে ‘বন্ধু’ আখ্যা বাইডেনের

Ayesha Siddika | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ - ১২:১০:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ফিলিস্তিনিদের দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন নীতির বিরোধিতা করে সংকট নিরসনে চাপ অব্যাহত রাখার অঙ্গীকারও করেছেন তিনি।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। তিনি গত কয়েক দশক ধরে আমার বন্ধু। ইরানের হুমকিসহ মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তা যৌথভাবে মোকাবিলা করার জন্য আমরা কাজ করব।

এর আগে, বৃহস্পতিবার ইসরায়েলের সবচেয়ে কট্টর ডানপন্থী রক্ষণশীল জোট সরকারের প্রধান হিসেবে শপথ নেন নেতানিয়াহু। ৭৩ বছর বয়সী নেতানিয়াহু এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং তারপর ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবারের আস্থা ভোটের আগে তিনি ইসরায়েলি সংসদের অধিবেশনে ভাষণ দেন।

সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু জানিয়েছেন, আরব-ইসরায়েল দ্বন্দ্বের অবসানই তার কাছে সর্বাধিক অগ্রাধিকার পাবে। একই সাথে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তিনি। সূত্র : আল-জাজিরা ও রয়টার্স।

 

 

কিউটিভি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

▎সর্বশেষ

ad