ব্রেকিং নিউজ
রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোবটিক সার্জারি সেন্টার চালু করা হবে: উপাচার্য

Anima Rakhi | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ - ০৮:৪১:৪৬ পিএম

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের ফেস-বি শিক্ষার্থীদের কোর্স সমাপনী অনুষ্ঠান আজ ২৯ ডিসেম্বর (২০২২) বুধবার  বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকেঅনুষ্ঠিত হয়। বিভাগটির শ্রেণিকক্ষে এ উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, আজকের অনুষ্ঠান ব্যতিক্রমধর্মী হলেও  এ ধরনের অনুষ্ঠান সকল বিভাগে হওয়া উচিত। এসব অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের সকলের মাঝে সম্পর্ক, সৌহাদ্রতা বৃদ্ধি পায়। পরস্পরের প্রতি সহযোগীতার হাত প্রসারিত হয়। যারা পরীক্ষা দেবে তাদের সকলের জন্য শুভ কামনা রইল। পরীক্ষার যে কদিন বাকী আছে সে কদিন যাদের পড়াশোনায় ঘাটতি আছে সে সময় তা পূরণ করবে।

অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি রোবটিক সার্জারি সেন্টার চালু করা হবে। এক্ষেত্রে সার্জারি বিভাগ অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপাক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল।এসময় বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪১

▎সর্বশেষ

ad