
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর জেরে দেশজুড়ে সৃষ্ট বিক্ষোভে অংশ নেওয়া কমপক্ষে ১০০ জন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। নরওয়ের রাজধানী অসলোকেন্দ্রিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) মঙ্গলবার তাদের একটি প্রতিবেদনে এ দাবি করেছে। সংস্থাটি বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করার মতো অভিযোগের মুখোমুখি করা হচ্ছে।
১৬ সেপ্টেম্বর ইরানে ২২ বছর বয়সী কুর্দি তরুণী নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত হওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ মাসের শুরুতে ইরানের রক্ষণশীল কর্তৃপক্ষ বিক্ষোভের সঙ্গে জড়িত থাকা দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করে। আইএইচআর কর্তৃপক্ষের দাবি, তারা কমপক্ষে ১০০ জনের মতো বন্দিকে চিহ্নিত করেছে, যারা সম্ভাব্য মৃত্যুদণ্ডের শাস্তির মুখে রয়েছেন। এ তালিকায় পাঁচজন নারীর নামও রয়েছে। এখন পর্যন্ত ১১ জনের দণ্ড কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জন্য আইনি সুবিধা বেশ সীমিত। প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আমিরি-মোগাদ্দাম বলেন, ‘কিছু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর এবং মৃতুদণ্ডের সাজা ঘোষণা করার মাধ্যমে তারা (ইরানি কর্তৃপক্ষ) মানুষকে বিক্ষোভ থেকে বাড়ি ফেরাতে চায়। ’
সূত্র : এএফপি
কিউটিভি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪






