ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

মাশরুমের ‘এপিঠ ওপিঠ’, চিনে নিন কোনটি খাওয়ার যোগ্য

Ayesha Siddika | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ - ০৮:৩৬:৩৯ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : এখন বাংলাদেশের সুপার সপগুলোতে মাশরুম পাওয়া যায়। অনেকেই এটি খেয়ে থাকে। বিশেষ করে সুপ বা সালাদে বেশি ব্যবহৃত হয়।  খেতেও মাংসের মতো এবং বেশ সুস্বাদু।

শরীরের জন্যও ভালো। তবে সব মাশরুম কিন্তু খাওয়া যায় না। কিছু মাশরুম আছে বিষাক্ত। যেগুলো খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে।  

>>যেসব মাশরুম খাওয়া যায়

বাটান মাশরুম

kalerkantho

এই ধরনের মাশরুম আমাদের দেশে খুব প্রচলিত। এটি ক্যানে বা তাজা কিনতে পাওয়া যায় সুপারশপগুলোতে। দেখতে সাদা বা বাদামী হতে পারে।

ওয়েস্টার মাশরুম

kalerkantho

অনন্য এবং আকর্ষণীয় আকৃতির এই মাশরুমের স্বাদ কিছুটা মিষ্টি । এটিও আমাদের দেশে কিনতে পাওয়া যায়। দেখতে সাদা বা একটু বাদামী রঙের হয়ে থাকে।

এনোকি মাশরুম

kalerkantho

এনোকি মাশরুম লম্বা এবং সরু আকৃতি হয়ে থাকে। সাধারণত এশিয়ান রান্নায় এটি ব্যবহৃত হয়। ।

চ্যান্টেরেল মাশরুম

kalerkantho

দেখতে গাঢ়, উজ্জ্বল হলুদ চ্যান্টেরেল মাশরুম খেতে সুস্বাদু।

পোরসিনি মাশরুম

kalerkantho

এই মাশরুম পুরু এবং মোটা। এটি দিয়ে বেশ কয়েকটি সুস্বাদু খাবার তৈরি করা যায়, এমনকি আচারও।

সিটাকে মাশরুম

kalerkantho

এশিয়ান রান্নায় ব্যবহারের জন্য পরিচিত সিটাকে মাশরুম। এদশে বিভিন্ন চাইনজি খাবারেও ব্যবহৃত হয়।  

ব্ল্যাক ট্রাম্পেট মাশরুম

kalerkantho

এই মাশরুমটি দেখতে শুকনা এবং কালো রঙের। একে ব্ল্যাক চ্যান্টেরেল বা হর্ন অফ প্লেন্টি নামেও ডাকা হয়।

মোরেল মাশরুম

kalerkantho

এই মাশরুম এর থাকে মোটা কান্ড এবং ওপরের দিকটা ক্ষুদ্র মস্তিষ্কের মতো দেখায়। খেতে খুব সুস্বাদু।

হোয়াইট বিচ মাশরুম

kalerkantho

এই মাশরুমগুলো গুচ্ছ আকারে বেড়ে ওঠে।  রান্না করলে বাদাম এবং উমামির স্বাদ পাওয়া যায়। তবে কাঁচা খেলে পেট খারাপ হতে পারে।

চিকেন অফ দ্য উডস মাশরুম

kalerkantho

এই মাশরুমটি উজ্জ্বল, চটকদার এবং খেতে মুরগির মাংসের মতো স্বাদ।

>>যেসব মাশরুম বিষাক্ত

ডেথ ক্যাপ মাশরুম

kalerkantho

ডেথ ক্যাপ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাশরুমগুলির মধ্যে একটি।

ডেডলি কনোসাইব

kalerkantho

 মারাত্মক এই সূক্ষ্ম ছোট মাশরুমগুলো প্রচন্ড বিষাক্ত হতে পারে।

ডিসট্রয়িং এঞ্জেল মাশরুম

kalerkantho

বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রজাতিগুলির মধ্যে একটি।  

শয়তান‘স বোলেটে মাশরুম

kalerkantho

এদের  উজ্জ্বল লাল কান্ড দেখে সহজেই সনাক্ত করা যায়। এই মাশরুমগুলো আপনাকে ভয়ঙ্কর অসুস্থ করে তুলতে পারে।

অ্যাঞ্জেল উইং মাশরুম

kalerkantho

নাম অ্যাঞ্জেল উইং হলেও মারাত্মক বিষাক্ত মাশরুম।  

ইংঙ্কি ক্যাপ মামরুম

kalerkantho

এই অদ্ভুত ছোট মাশরুমটি পুরোপুরি ভোজ্য কিন্তু অ্যালকোহলের সঙ্গে খাওয়া যাবে না। অ্যালকোহলের সঙ্গে খেলে হৃদস্পন্দন বৃদ্ধি, হজমের সমস্যা এবং অঙ্গ-প্রত্যঙ্গে খঁচুনি হতে পারে।  

অটাম স্কালক্যাপ মাশরুম

kalerkantho

এই মাশরুমে রয়েছে উচ্চ মাত্রার অ্যামাটক্সিন এবং প্রায়শই এটি লিভার অকেজো করে দেয়।

ব্রাউন রোল-রিম মাশরুম

kalerkantho

এই মাশরুম খেলে  ধীরে ধীরে আপনার ইমিউন সিস্টেমকে আক্রমণ করবে এবং রক্তকণিকাগুলোকে ভেঙে ফেলবে। ফলে মারাত্বক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন আপনি।  

মাশরুমগুলোর ছবি এবং নাম আপনার জন্য এক ধরনের গাইড। ফলে চিনতে পারবেন কোন মাশরুম খেতে পারবেন এবং কোনটি পারবেন না।

সূত্র : দ্য ম্যানুয়াল।  

 

 

কিউটিভি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

▎সর্বশেষ

ad