ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

আজকের ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

Ayesha Siddika | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ - ০৩:৪৮:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রাতে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ফেবারিট হিসেবেই মাঠে নামছে ব্রাজিল। 

ফিফা র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে সেলেসাওরা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২৮ নম্বরে। দুদলের মধ্যকার পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। সেলেসাওরা এর আগে ৭ বার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ছয়বারই তারা জিতেছে। দক্ষিণ কোরিয়ার জয় একটি। চলতি বছরেরই জুনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছিল ব্রাজিল। আজ নামছে পূর্ণ শক্তি নিয়ে। ইনজুরি থেকে ফিরছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। আজকের ম্যাচের শুরুর একাদশেই দেখা যেতে পারে তাকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ : আলিসন বেকার, সান্দ্রো, থিয়াগো সিলভা, মার্কিনোস, দানিলো, কামেসিরো, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, নেইমার জুনিয়র ও রিচার্লিসন।

 

 

কিউটিভি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad