ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

ইরানে শেষ হচ্ছে নীতিপুলিশি

superadmin | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০৮:২১:৫৮ পিএম

ডেস্কনিউজঃ আন্দোলনের মুখে নীতিপুলিশের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে ইরান৷ শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল৷ তবে নতুন কোনো কাঠামোতে বাহিনীটিকে পুনর্গঠন করা হবে কি না, সেটি এখনও পরিষ্কার নয়৷

রোববার ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজেরির বরাত দিয়ে নীতিপুলিশের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের খবর দেয়৷ সংবাদ সংস্থা আইএসএনএ তাকে উদ্ধৃত করে লিখেছে, ‘বিচার বিভাগের সঙ্গে নীতিপুলিশের কোনো সম্পর্ক নেই৷’

তবে বাহিনীটি ভিন্ন কোনো নামে বা ভিন্ন কাঠামোতে পুনঃপ্রতিষ্ঠা করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নৈতিকতা সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ অন্য আইনি প্রক্রিয়াগুলো আগের মতোই বহাল থাকবে৷

ইউনিভার্সিটি অব সাসেক্সের জ্যেষ্ঠ প্রভাষক কামরান মতিনের মতে অ্যাটর্নি জেনারেলের ঘোষণাকে সতর্কতার সঙ্গে দেখতে হবে৷

তিনি সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেন, ‘এই ধরনের একটি ঘোষণা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আসতে হবে, যা এখনও আসেনি৷’

তেহরানের ওপর চাপ

নীতিপুলিশের কার্যক্রম বন্ধের কথা বললেও মন্তাজেরি জানান, ‘বিচার ব্যবস্থা অবশ্যই আচরণগত বিষয়গুলোর পর্যবেক্ষণ অব্যাহত রাখবে৷’

গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সি কুর্দি ইরানি নারী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রতিবাদের ঝড় ওঠে৷ হিজাবে চুল ঠিকমতো ঢাকা হয়নি এমন অভিযোগে দেশটির নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানের একটি হাসপাতালে তার মৃত্যু হয়৷ এ নিয়ে দেশ ও দেশের বাইরে ইরানিদের আন্দোলনে চাপের মুখে পড়ে তেহরান৷ এই আন্দোলনে এখন পর্যন্ত নিরাপত্তাবাহিনী হাতে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ তবে শনিবার ইরানের নিরাপত্তা সংক্রান্ত রাষ্ট্রীয় সংস্থা প্রথমবারের মতো ২০০ জনের প্রাণহানির কথা স্বীকার করেছে৷

শনিবার মন্তাজেরি জানান, নারীদের হেডস্কার্ফ বা মাথা ঢেকে রাখা পোশাক পরার বাধ্যবাধকতা সংক্রান্ত কয়েক যুগের পুরাতন আইন সরকার পুনর্বিবেচনা করে দেখছে৷ প্রয়োজনে সেটি পরিবর্তন করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি৷

ইরানের নীতিপুলিশের কার্যক্রম

‘নীতিপুলিশ’ ইরানের পুলিশের একটি ইউনিট হিসেবে কার্যক্রম পরিচালনা করে৷ জনপরিসরে নারীদের ইসলামিক পোশাক পরিধানের বিষয়ে নজরদারি বা আচরণগত আইন প্রয়োগের দায়িত্ব পালন করে তারা৷

২০০৬ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আহমদিনেজাদের মেয়াদে এই বাহিনী প্রথম রাস্তায় নামে৷ ইরানীয় আইন অনুযায়ী, জনসমক্ষে নারী বা বয়ঃসন্ধিকাল অতিক্রম করা মেয়েদের মাথা ঢাকা ও ঢিলেঢালা পোশাক পরার বাধ্যবাধকতা রয়েছে৷

এসব ক্ষেত্রে নীতিপুলিশের বিরুদ্ধে বারবার আইন বহির্ভূত গ্রেপ্তার ও সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷

বিপুল/০৪.১২.২০২২/রাত ৮.১৮

▎সর্বশেষ

ad