ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

ভারতের এটাই সবচেয়ে ভীতু দল

Anima Rakhi | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০৬:৫৫:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে এসেই বিপাকে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় রোববার মিরপুরে ৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয় ভারত। 

পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। 

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, স্রেয়াশ আইয়ার, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদবদের মতো অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ সফরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সমালোচনার মুখে পড়েছে ভারত। 

ভারতের ব্যাটিং দেখে তুমুল ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, হারের ঝুঁকি সত্ত্বেও ব্যাজবলের মতাদর্শে অনড় থাকার জন্য বেন স্টোকস-ব্রেন্ডন ম্যাককালামকে সেলাম। অন্যদিকে নয়া যুগের আগ্রামী মনোভাব নিয়ে মুখে শুধু বলে যান, বাস্তবে কোনো পাওয়া যায় না।

অপর একজন বলেন, গত তিন দশকে এটা ভারতের সবথেকে ভীতু, স্পিরিটহীন দল। আমাদের দলের ধারাবাহিকতা নেই একেবারে। কখনো কখনো বাংলাদেশের কাছে হেরে যায়। কখনো কখনো ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে যায়।

এক নেটিজন আবার কটাক্ষ করে বলেন, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একটা মিল আছে। পরিস্থিতি যাই হোক না কেন, বিপক্ষের বোলিং যেমনই হোক না, দুই দলেরই মানসিকতা এক থাকে। ভাবনার বিষয়। একজন আবার বলেন, আজকে প্রথম ২০ ওভারে বেশি রান করবে? একদিনের ক্রিকেটে ভারত নাকি টেস্ট ইংল্যান্ড?০

এক কমেডিয়ান বলেন, আপনি যদি ভারত বনাম বাংলাদেশ ম্যাচ না দেখে অন্য কিছু করছেন, তাহলে অন্য কিছুটাই করতে থাকুন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা/০৪.১২.২০২২/সন্ধ্যা ৬.৫৪

▎সর্বশেষ

ad