ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ইউক্রেনে নতুন সেনাঘাঁটি বানাচ্ছে রাশিয়া: বিবিসি

Anima Rakhi | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০২:০৪:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে নতুন সেনাঘাঁটি বানাচ্ছে রাশিয়া। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া বেশ কিছু ছবিতে রাশিয়ার এ তৎপরতা চোখে পড়েছে।

শনিবার প্রকাশিত ছবিতে দেখা গেছে, শহরটিতে নতুন করে বড় আকারের সেনা শিবির নির্মাণ করছে রাশিয়া। ধীরে ধীরে মারিউপোলে আবারও প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে রাশিয়া। খবর বিবিসির।

শহরটির দক্ষিণ ও পূর্ব অংশে ইউক্রেনের পাল্টা আক্রমণের ফলে মারিউপোল হুমকির মুখে পড়তে যাচ্ছে। এ অবস্থায় শহরটিতে সেনা বাড়ানো শুরু করেছে রাশিয়া।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালায় রাশিয়া। এর পর প্রায় তিন মাস মারিউপোল শহরটি অবরুদ্ধ করে রাখেন রুশ সেনারা। তাদের অব্যাহত হামলায় শহরটির অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ গত মাসে একটি তালিকা প্রকাশ করে। সেখানে বলা হয়, রাশিয়ার হামলায় শহরের প্রায় ২৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত শহরটিতে এক হাজার ৩৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। তবে সংস্থাটি বলেছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও কয়েক হাজার বেশি হতে পারে।

কিউটিভি/অনিমা/০৪.১২.২০২২/দুপুর ২.০৪

▎সর্বশেষ

ad