ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সম্মেলন

Anima Rakhi | আপডেট: ১১ নভেম্বর ২০২২ - ০৭:০৬:০৫ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : কর্তৃত্ববাদী দূঃশাসন ও নিপিড়ন ব্যাবস্থার  বিদায় দিন, অধিকার ইনসাফ ও মুক্তি লড়াই এগিয়ে নিন এই শ্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত  আশুলিয়া প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির উদ্যেগে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির ঢাকা জেলা কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।  

প্রধান অতিথি বলেন, সরকার দেশের গরীবসহ শ্রমজীবী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জীবনযাত্রার  অসহনীয় ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে  শ্রমিক মেহনতি মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। চরম কষ্টে তাদের জীবন কাটছে। বর্তমান মজুরিতে শ্রমিক পরিবারের ১৫ দিন পার করাও অসম্ভব হয়ে পড়েছে। স্বল্প আয়ের কোটি মানুষের খাদ্যগ্রহণ কমে গেছে।  তিনি আরও বলেন, ভোটের অধিকার কেড়ে নেবার পর এখন  ভাতের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। চরম কর্তৃত্ববাদী জবাবদিহিহীন সরকারের শাসনে দেশের শ্রমজীবী মেহনতী মানুষের জীবন- জীবিকার কোন নিরাপত্তা নেই। বিদ্যমান দুঃশাসনে দেশ ও জনগণের কোন ভবিষ্যৎ নেই। তিনি অধিকার ও বাঁচার দাবিতে  গণজাগরণকে গণঅভ্যুত্থানে পরিনত করতে দেশবাসীর প্রতি আহবান জানান। 
সম্মেলনে প্রধান বক্তা মাহমুদ হোসেন বলেন, এই সরকার দেশের কোটি কোটি মানুষকে পথে বসিয়ে দিয়েছে আরও ক্ষমতাহীন করেছে। সরকার দেশের মানুষের জীবন-জীবিকাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। বর্তমান মজুরিতে শ্রমিক পরিবারের মাসের ১৫ দিন পার করা কঠিন। অধিকার ও মুক্তি অর্জনে গণজাগরণকে গণঅভ্যুত্থানে পরিনত করার ডাক দিয়ে তিনি বক্তব্যে আরোও বলেন,  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মুল চাবি গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন শিল্প কারখানা আর এই গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন শিল্প কারখানা টিকিয়ে রাখার মালিক শ্রমিক। বাজারের দ্রব্যমূল্যে বৃদ্ধির কারনে আগুন লেগেছে । শ্রমিকরা যেই বেতন পাচ্ছে তা দিয়ে  প্রতিদিন  ২ বেলা খাবার খেতেও কষ্ট হচ্ছে। বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবী অনুযায়ী শ্রমিক বাঁচতে হলে ন্যায্য বেতন ২৫ হাজার টাকা করতে হবে।  
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, শ্রমিকনেতা মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, শহীদুল আলম নান্নু, শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, নাঈম খান, সজল হালদার, মোঃ আউয়াল, মোঃ শাহজাহান   আলমগীর হোসেন। সংহতি বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবীর, নাসিরুদ্দিন,ফরহাদ হোসেন প্রমুখ। 

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad