
আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি : শুক্রবার (১১ নভেম্বর) আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় হোগলপাতিয়া খানকায়ে হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।মাদারীপুর চীপ জুডিশিয়াল আদালতের নাজীর মাওলানা মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউদি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মো: আবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো: ওমর ফারুক সুপার তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। বিশিষ্ট সমাজ সেবক জনাব মো: মাহাবুবুর রহমান খাগদি খানকায়ে মোছারীয়া কমপ্লেক্সের প্রতিষ্টাতা ও উপদেষ্টা।
কমপ্লেক্স মসজিদের সম্মানিত সভাপতি জনাব মো: হারুন অর রশীদ, হজরত মাওলানা আবু তালেব মৃধা, জনাব আ: হামেদ আকন বাংলাবাজার ইদগাও এর সহসভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী।এছারাও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আ: মালেক আকন, সাবেক মেম্বার শামচুল হক ফকির ও বর্তমান মেম্বার জনাব মো: বোরহান মোল্লা ।মাদ্রাসাটির প্রতিষ্টাতা সভাপতি সারছিনা দরবার শরীফের পীর হজরত মাওলানা আলহ¦াজ শাহ মো: মোহিবুল্লাহ। দীনিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তরের শুভ উদ্ভোদন করেন,আলহ¦াজ মাষ্টার মৌলভী মো: আবুল বাসার মৃধা।
কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫