
স্পোর্টস ডেস্ক : হকি চ্যাম্পিয়নস ট্রফিতে দ্বিতীয় জয় পেয়েছে রুপায়ন সিটি কুমিল্লা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার মোনার্ক পদ্মাকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেন কুমিল্লার সোহানুর রহমান সবুজ। তিন ম্যাচে কুমিল্লার এটি দ্বিতীয় জয়। চার ম্যাচের তিনটিতেই হেরেছে মোনার্ক পদ্মা। জয় একটিতে।
রোমাঞ্চকর ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই পারেনি গোল করতে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই ফিল্ড গোলে কুমিল্লাকে এগিয়ে নেন পুষ্কর খিসা মিমো। দুই মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন ওবায়দুল রহমান জয়। ২৬ মিনিটে কৃষ্ণা কুমারের ফিল্ড গোলে ম্যাচে ফিরে আসে মোনার্ক পদ্মা।
ছবি : মীর ফরিদ
তবে ৩৯ মিনিটে পেনাল্টি কর্নারে সোহানুর রহমান সবুজের গোলে ব্যবধান ৩-১ করে ফেলে কুমিল্লা। ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি মোনার্ক পদ্মা। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মিয়া তানিমিতসু এবং ৪৩ মিনিটে সিয়া জং গোল করলে জমে ওঠে ম্যাচ। ম্যাচের স্কোরলাইন হয় ৩-৩। কিন্তু শেষের রোমাঞ্চ জিতে নেয় রুপায়ন সিটি কুমিল্লা। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজ গোল করে জয় নিশ্চিত হয় কুমিল্লার।
কিউটিভি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৩০