
ডেস্ক নিউজ : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরে আগামী ৬ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের রাস পূজা ও রাস পূন্য স্নান। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ বছর বন বিভাগের অনুমটি পত্র নিয়ে নির্ধারিত ৫টি রুট ব্যবহার করে শুধুমাত্র হিন্দু ধর্মালম্বীরা রাস পূজা ও রাস পূন্য স্নানে যেতে পারবেন। হবে না কোন উৎসব। বুধবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাস পূজা ও রাস পূন্য স্নান কমিটি সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, দুবলার চরে রাস উদযাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ, হিন্দু কমিউনিটি লিডার, পুলিশ, র্যাব, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯