ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

স্ত্রী অন্য যুবককে বিয়ে করায় স্বামীর আত্মহত্যা

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ১১:৫৪:০১ এএম

ডেস্ক নিউজ : সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে অন্য যুবককে স্ত্রী বিয়ে করার যন্ত্রণা সইতে না পেরে বিষপানে আত্নহত্যা করেছেন স্বামী আতাউর।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত আতাউর রহমান সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে। 

নিহতের মা জাহানারা খাতুন বলেন, “তার ছেলে উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করে। তাদের দুটি কন্যা সন্তান আছে। এর মধ্যে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকে বিয়ে করে। এরপরে তার ছেলে ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে ৩ লাখ টাকা ছোট বৌর কাছে দেয়।”

“বৌ সেই টাকা নিয়ে গোপনে তার ছেলেকে তালাক দিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করে। পরে এই ঘটনা জানতে পেরে ক্ষোভে-অভিমানে তার ছেলে বিষপান করে।” 

এদিকে, নিহতের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, “জামাই অন্য স্থান থেকে বিষ খেয়ে এসে তার বাড়ির উঠানে এসে পড়ে। সাথে সাথে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে সে মারা যায়।” 

লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম বলেন, তার ইউনিয়নে এক জামাই বিষপানে আত্নহত্যা করেছেন বলে তিনি শুনেছেন। 

খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/সকাল ১১.৫৩

▎সর্বশেষ

ad