ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ইউরোপে প্রধান গ্যাস পাইপলাইন পুরোপুরি বন্ধ করল রাশিয়া

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৯:৫০:০৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বন্ধের কারণ হিসেবে বলা হয়েছে সংস্কারের কথা। খবর বিবিসির।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে আগামী তিনদিন বিধিনিষেধ থাকবে।

মস্কো অবশ্য এ পাইপলাইনের মাধ্যমে আগেই গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছিল। তবে পশ্চিমারা গ্যাসকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করার যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে এনেছে তা প্রত্যাখ্যান করেছে পুতিনের দেশ।

এ পাইপলাইন উদ্বোধন করা হয়েছে ২০১১ সালে। এর মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ১৭০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাঠানো যায় ইউরোপে।

এ পাইপলাইন জুলাইয়ে ১০ দিনের জন্য বন্ধ ছিল। তখনও বলা হয়েছিল সংস্কারের কথা।

রাশিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এ পাইপলাইনের মাধ্যমে এখন সক্ষমতার মাত্র ২০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছিল।

জার্মানির নেটওয়ার্ক রেগুলেটরের প্রেসিডেন্ট ক্লাউস মুয়েলের বলেন, আমি মনে করি, আমরা এ ধাক্কা মোকাবিলা করতে পারব। আমি বিশ্বাস করি রাশিয়া শনিবার সরবরাহ শুরু করবে। তবে কেউ তা নিশ্চিতভাবে বলতে পারে না।

ইউরোপের নেতাদের ভয়, রাশিয়া গ্যাসের দাম বাড়াতে সরবরাহ বন্ধ রাখার মেয়াদ বাড়াতে পারে।

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/সকাল ৯.৪৯

▎সর্বশেষ

ad