ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ফাইনালে ভারতের কাছে লজ্জার হার বাংলাদেশের

superadmin | আপডেট: ০৫ আগস্ট ২০২২ - ১০:২০:১৯ পিএম

ডেস্কনিউজঃ ২০১৯ সালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ২-১ ব্যবধানে হেরে শিরোপা খুইয়েছিল বাংলাদেশ। চলতি বছর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশি যুবাদের সামনে।

কিন্তু ভারতীয় যুবাদের কাছে অসহায় আত্মসমর্পণ করে আবারও শিরোপা খোয়ালো বাংলাদেশ। ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশি যুবারা সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অতিরিক্ত সময় নিতে পারলেও ৫-২ গোল ব্যবধানে হেরে যায় ম্যাচটি। এরমধ্যে তিন গোলই হজম করে ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম পাঁচ মিনিটে।

টুর্নামেন্টে অপরাজিত থেকেই ভারতের বিপক্ষে ফাইনালে নেমেছিল বাংলাদেশ। অপরদিকে শেষ তিন ম্যাচে টানা জয়ের আত্মবিশ্বাস ছিল ভারতের সঙ্গে। স্নায়ুক্ষয়ী ফাইনালে গোল পেতে সময় নেয়নি ভারত। ম্যাচের প্রথম মিনিটে পেনাল্টি পেয়ে বসে স্বাগতিকরা।

স্পট কিক থেকে বল জালে জড়ান টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার গুরকিরাত সিং। তবে মূল খেলার প্রথমার্ধে সেই গোল শোধ করে দেয় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে রাজন হালদারের গোলে সমতায় শেষ করে বাংলাদেশি যুবারা।

প্রথম ৯০ মিনিটের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বাংলাদেশ ম্যাচে এগিয়ে যায়। দলের পক্ষে গোল করেন শাহীন। তবে বাংলাদেশের খেলা পারতপক্ষে সেখানেই শেষ। বাংলাদেশ এগিয়ে যাওয়ার ১২ মিনিট পর গোল করে ম্যাচে সমতা ফেরান গুরকিরাত।

নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়াতে ২-২ সমতায় অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। অতিরিক্ত সময়ে মাঠে নেমেই ছন্দহীন হয়ে পড়ে বাংলাদেশ।

হিমাংশু জাঙড়া অতিরিক্ত ৩০ মিনিটের শুরুতেই গোল করে ভারতকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। সেই গোল হজম করে না উঠতেই বাংলাদেশের জালে বল জড়িয়ে স্বাগতিকদের ৪-২ ব্যবধানে এগিয়ে দেন গুরকিরাত।

ফাইনালে হ্যাটট্রিকও করেন তিনি। এর ঠিক ৩ মিনিট পরে ম্যাচে নিজের চতুর্থ গোল করে বাংলাদেশের বিপক্ষে ভারতের ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন গুরকিরাত। এটি চলতি টুর্নামেন্টে গুরকিরাতে আট গোল। যা টুর্নামেন্টের সর্বোচ্চ।

ম্যাচের বাকি সময় দুই দলের কেউই আর গোল না পাওয়ায় বড় ব্যবধানে জিতেই শিরোপা নিজেদের দখলে নেয় ভারত।

বিপুল/০৫.০৮.২০২২/ রাত ১০.১৬

▎সর্বশেষ

ad