ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

থানায় গিয়ে সেই অস্ত্রটি জমা দিলেন জুয়েলের স্ত্রী

superadmin | আপডেট: ১৬ জুলাই ২০২২ - ১১:১৯:৪০ পিএম

ডেস্কনিউজঃ উপজেলা যুবলীগ নেতা শাহজালাল মজুমদারের গাড়িতে হামলা-ভাঙচুরের সময় মনিরুজ্জামান জুয়েলের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই আগ্নেয়াস্ত্রটি শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানায় জমা দিয়েছেন জুয়েলের স্ত্রী ফারজানা হক। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

তিনি বলেন, মনিরুজ্জামান জুয়েলের হাতে থাকা অস্ত্রটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অস্ত্রটি থানায় জমা দিতে নির্দেশ প্রদান করি। এরপর তার স্ত্রী ফারজানা হক শুক্রবার রাতে থানায় এসে ৮৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি আমাদের কাছে জমা দেন। অস্ত্রটি মনিরুজ্জামান জুয়েলের লাইসেন্স করা।

কেন অস্ত্রটি থানায় জমা দিতে বলা হলো-এমন প্রশ্নের জবাবে শুভ রঞ্জন চাকমা বলেন, যেকোনো বৈধ অস্ত্রধারীর অস্ত্র বেআইনিভাবে যদি প্রদর্শন করা হয়, আর সেই বিষয়টি প্রশাসন অবগত হলে আমরা সে অস্ত্রটি থানায় জমা নিতে পারি। মনিরুজ্জামান জুয়েলের অস্ত্রটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে ভয়ভীতি ও প্রশ্নের সৃষ্টি হওয়ায় অস্ত্রটি জমা নেওয়া হয়েছে।

অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, আপাতত অস্ত্রটি জমা নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

১৪ জুলাই উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহজালাল মজুমদারের গাড়িতে হামলা-ভাংচুরের পর থেকে শাহজালালের ফেসবুক আইডি থেকে মনিরুজ্জামান জুয়েলের হাতে অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল হয়। এ বিষয়ে প্রশাসনের নজরে আসলে চৌদ্দগ্রাম থানা পুলিশ শুক্রবার রাতে অস্ত্রটি থানায় জমা নেয়। তবে মনিরুজ্জামান জুয়েলের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

বিপুল/১৬.০৭.২০২২/ রাত ১১.১০

▎সর্বশেষ

ad