
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার ব্যবসায়ীদের দেশেই কার্যক্রম চালানোর অনুরোধ করেছেন।
রাশিয়ায় ‘বিশাল সম্ভাবনা’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে বিনিয়োগ করুন।
শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে পুতিন এ কথা বলেন।
তিনি বলেন, বিনিয়োগের জন্য নিজের মাতৃভূমিই বেশি নিরাপদ। যারা এ কথা শোনেনি তারা বিদেশে লাখ লাখ অর্থ হারিয়েছে।
এ সময় পুতিন আরও বলেন, রাশিয়া একটি উন্মুক্ত অর্থনীতি হিসেবে গড়ে উঠবে এবং ইউক্রেনে মস্কোর আক্রমণের প্রতিক্রিয়ায় পশ্চিমাদের অভূতপূর্ব নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও কখনও বিচ্ছিন্নতার পথে পা বাড়াবে না।
‘যারা চাইবে তাদের সঙ্গে’ রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বলেও জানিয়েছেন পুতিন।
পুতিন আরও বলেন, ইউক্রেনের যুদ্ধের প্রতিক্রিয়ায় ইইউ তার ‘রাজনৈতিক সার্বভৌমত্ব’ হারিয়েছে।
তিনি বলেন, ইইউয়ের সদস্য দেশগুলোতে মুদ্রাস্ফীতি বাড়ছে। নিষেধাজ্ঞার ফলে বৈষম্য বাড়বে বলেও জানিয়েছেন তিনি।
এ সময় ইউরোপের মানুষের প্রকৃত স্বার্থ পাশ কাটানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
কিউটিভি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৭