মনিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

Anima Rakhi | আপডেট: ১৭ জুন ২০২২ - ০৯:১৫:০৪ পিএম

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় শুক্রবার বিকেলে যশোরের মনিরামপুরে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দলিয় কার্যালয়ের পাশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

থানা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, গনি মোড়ল, খান শফিয়ার রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব এনামুল কাদির, ইমরান হোসেন, আবু মুছা, আল নাঈম, স্বাধীন,ফিরোজ আহম্মেদ, পারভেজ হাসান প্রমুখ।

কিউটিভি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৪

▎সর্বশেষ

ad