ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

৪টি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করলো হাবিপ্রবির তিন শিক্ষার্থী

Anima Rakhi | আপডেট: ১৫ জুন ২০২২ - ১১:৫৬:০৬ পিএম

ডেস্ক নিউজ : পরিবেশের ভারসাম্য রক্ষায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারী অ্যান্ড এনিমেল সাইন্স অনুষদের তিন শিক্ষার্থী দেশি প্রজাতির ৪টি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত পরিবেশে উন্মুক্ত করে দিয়েছে।

গত মঙ্গলবার (১৪ জুন) দিনাজপুর সদরের লিলির মোড়ের একটি অ্যাকুরিয়ামের দোকান থেকে দিনাজপুর কোতোয়ালি থানার দুই পুলিশ কর্মকর্তার সহায়তায় ইন্ডিয়ান রুফেড টার্টেল প্রজাতির ৪টি বাচ্চা কচ্ছপ উদ্ধার করে হাবিপ্রবির তিন শিক্ষার্থী। কড়ি কাইট্টা নামে পরিচিত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম হলো Pangshura tecta। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

ভেটেরিনারি ও এনিমেল সাইন্স অনুষদের সেই তিন শিক্ষার্থী হলো ১৯ ব্যাচের কামরুন নাহার কনা, ২১ ব্যাচের উসমান গনি হামিম ও কামরুল ইসলাম। উদ্ধারের পরদিন বুধবার (১৫ জুন) ৪টি কচ্ছপের বাচ্চাকে দিনাজপুরের ঢেপা নদীতে অবমুক্ত করা হয়। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন অ্যানাটমি এবং হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান পারভেজ।

তিনি বলেন, আমি এই মহৎ কাজে সম্পৃক্ত হতে পেরে খুব গর্বিত বোধ করছি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন ও প্রাণী সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশের সঠিক ভারসাম্যের প্রয়োজন। শিক্ষার্থীদের এমন মহৎ কাজকে আমি সাধুবাদ জানাই। এসব কাজে আমি যতটুকু পারি তাদের সহযোগিতা করার চেষ্টা করবো।
 
১৯ ব্যাচের কামরুন নাহার কনা বলেন, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। আমি শুধু আমার দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছি। আমি বন্যপ্রাণী সংরক্ষণে আরো কাজ করে যেতে চাই। এটা নিয়ে আমার সামনে আরও পরিকল্পনা আছে। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ বাংলাদেশের সহায়তায় সাপগুলোকে উদ্ধার করার পরিকল্পনা রয়েছে। 

২১ ব্যাচের শিক্ষার্থী উসমান গনি হামিম বলেন, আপুর সহচার্যে এমন কাজে অংশ নিতে পারে অনেক ভালো লাগছে। পরিবেশ রক্ষায় এভাবে কাজ করে যেতে চাই।

২১ ব্যাচের আরেক শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, আমার অনেক দিনের ইচ্ছা বন্যপ্রাণী ও পরিবেশের জন্য কিছু করার। এ বিশ্ববিদ্যালয়ে এসে এমন সুযোগ পেয়ে সত্যি আমি আনন্দিত। 

উল্লেখ্য, বাংলাদেশে কাছিম বর্গের ৫টি পরিবারে মোট ২৯টি প্রজাতি রয়েছে। এই ২৯ প্রজাতির কচ্ছপের সবগুলোই ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী সংরক্ষিত।

কিউটিভি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৫৫

▎সর্বশেষ

ad