
স্পোর্টস ডেস্ক : ইউরোপের ২১ বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে বছরের সেরা ফুটবলারকে পুরস্কৃত করা হয়। আজ বুধবার ২০২১-২২ মৌসুমের সেরা ১০০ জনের তালিকা প্রকাশ করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্টস।
২০২১-২২ মৌসুমে উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতার দৌড়ে আছেন রিয়াল মাদ্রিদের এদুয়ার্দো কামাভিঙ্গা, বরুশিয়া ডর্টমুন্ডের বেলিংহাম, বার্সেলোনার দুই মিডফিল্ডার পেদরি, গাভি, পিএসভির ত্রিসতানের মতো প্রতিভাবান ফুটবলাররা। অবশ্য বাকিদের চেয়ে এগিয়ে আছেন রিয়াল মিডফিল্ডার কামাভিঙ্গা।
রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ অবদান রেখেছেন এই ফ্রেঞ্চ ফুটবলার। সর্বশেষ গত মৌসুমে এই পুরস্কার জিতেন বার্সেলোনা মিডফিল্ডার পেদরি। এর আগে ২০১৬-১৭-তে কিলিয়ান এমবাপ্পে, ২০১৭-১৮ এ ডি লিট, ২০১৮-১৯ এ জোয়াও ফেলিক্সের পর ২০১৯-২০ এ জিতেন আর্লিং হালান্ড।
কিউটিভি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫