ব্রেকিং নিউজ
ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা

ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২০

superadmin | আপডেট: ০৮ জুন ২০২২ - ১১:১২:১১ পিএম

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে এক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন নাসির উদ্দিন। তারা দুজনই যথাক্রমে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইদিন আগে অনুষ্ঠিত হওয়া ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলা দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে আজ বিকেলে উভয় গ্রুপের মধ্যে তর্কবিতর্ক হলে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় হামলায় উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ সময় ফাতেমা মনিরসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা আমাদের সময় অনলাইনকে বলেন, নাসির ব্রাজিল ও ফাতেমা মনির আর্জেন্টিনা দলের সমর্থক। তাদের সন্তানেরাও একই দলের সমর্থক। দুদিন প্রিয় দলের খেলা হয়েছে। সেই খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ হয়। উভয়পক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিপুল/০৮.০৬.২০২২/ রাত ১১.০৭

▎সর্বশেষ

ad