ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির ভোটাভুটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : পররাষ্টমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের অসাংগঠনিক তৎপরতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পেলেন কুড়িগ্রামের এসএম আব্রাহাম লিংকন বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী ড্যাফোডিল ইউনিভার্সিটির ফায়াজুন্নেসা চৌধুরী পেলেন ইউজিসি ফেলোশিপ বেড়েছে সবজি,গরুর মাংসের দাম নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন

ঘরের মাঠে জার্মানির বিপক্ষে ৩৬ বছর ধরে অপরাজিত ইতালি

Ayesha Siddika | আপডেট: ০৫ জুন ২০২২ - ০৩:৪২:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে খেলা না হচ্ছে ইতালির। কদিন আগে লন্ডনের ওয়েম্বেলিতে আর্জেন্টিনার কাছেও হেরেছে ফাইনালিসিমা’য়। এই হারের ক্ষত শুকানোর আগেই জার্মানির বিপক্ষে মাঠে নামতে হয়েছিল ইতালির। তবে ওয়েফা নেশনস লিগের ওই ম্যাচে হারেনি ইতালি। জার্মানি-ইতালি ম্যাচটি ড্র হয়েছে ১-১ এ। নিজেদের মাটিতে ম্যাচে আগে এগিয়ে গিয়েছিল ইতালি। ৭০তম মিনিটে লরেঞ্জো পেল্লেগরেনি গোলটি করেছিলেন।  তবে তিন মিনিট পরই জসুয়া কিমিচের গোলে সমতায় ফেরে জার্মানি। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় সমতায় মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের ফলে অবশ্য একটা সাফল্য ধরে রেখেছে ইতালি। গত ৩৬ বছর ধরে ঘরের মাঠে জার্মানির কাছে হারে না আজ্জুরিরা। গতরাতেও সেই ধারা বজায় থাকল। ১৯৮৬ সালের ফেব্রুয়ারির পর থেকে নিজেদের মাটিতে জার্মানির কাছে হারেনি ইতালি। দুদলের মধ্যকার পরিসংখ্যানও ইতালির পক্ষেই। এখন পর্যন্ত ৩৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে ১৫টি ম্যাচেই জয়ী হয়েছে ইতালি। অন্যদিকে, জার্মানির জয় ৯টি। বাকি ১২টি ম্যাচ ড্র হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad