ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা আর নেই

superadmin | আপডেট: ১৩ মে ২০২২ - ১২:৩৭:৩০ পিএম

ডেস্কনিউজঃ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম।

সংবাদ সংস্থাটি টুইটারে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, প্রেসিডেন্টের মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ৪০ দিনের সরকারি শোক পালন করা হবে। এছাড়া মন্ত্রণালয়সমূহ এবং ফেডারেল ও স্থানীয় পর্যায়ের সরকারি-বেসরকারি অফিস-আদালত তিন দিন বন্ধ থাকবে।’

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক হিসেবে ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

১৯৪৮ সালে জন্মগ্রহণকারী শেখ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আমিরাত অফ আবুধাবির ১৬তম শাসক ছিলেন।

তার বাবা আমিরাতের প্রথম শাসক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তিনি ক্ষমতায় বসেন। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১৯৭১ সাল থেকে মৃত্যু পর্যন্ত (২ নভেম্বর, ২০০৪) দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

তিনি তার বাবার বড় সন্তান ছিলেন।

আরব আমিরাতের প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ফেডারেল সরকার ও আবুধাবি সরকারের একটি বড় ধরনের পুনর্গঠন কাজে হাত দেন।

তার শাসনামলেই আমিরাতবাসী ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে। দেশের জনগণ পেয়েছে আলিশান জীবনযাপনের সুযোগ।

শেখ জায়েদ শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাত এবং অঞ্চলটিতে ক্রমেই একজন ব্যাপক ভালোবাসার শাসক হয়ে উঠেন।

সূত্র : আলজাজিরা, খালিজ টাইমস

বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬.৩২

▎সর্বশেষ

ad