ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট মোকাবেলায় উদ্যোগী জি-সেভেন

Anima Rakhi | আপডেট: ১৩ মে ২০২২ - ১০:৪৩:১৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা শুধু সামরিক তৎপরতা ও নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নেই৷ গোটা বশ্বের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ওপরেও এই সংকটের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷ শিল্পোন্নত দেশগুলির গোষ্ঠী জি-সেভেন সেই ধাক্কা সামলাতে উদ্যোগ নিতে চায়৷ সেই লক্ষ্যে শুক্রবার ও শনিবার জার্মানির উত্তরে ভাইসেনহাউস শহরে আলোচনায় বসছেন জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীরা৷

ইউক্রেনের পর মলদোভার উপরেও রাশিয়ার হামলার আশঙ্কাও তাদের দুশ্চিন্তার কারণ৷ করোনায় আক্রান্ত হওয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সশরীরে উপস্থিত থাকতে পারছেন না৷

জি-সেভেন গোষ্ঠীর বর্তমান সভাপতি জার্মানি ছাড়াও ব্রিটেন, ক্যানাডা, ইটালি, ফ্রান্স, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে শনিবার পর্যন্ত আলোচনা করছেন৷

ইউক্রেন ও মলদোভার পররাষ্ট্রমন্ত্রীরাও শুক্রবারের অধিবেশনে অংশ নিচ্ছেন৷ ইউক্রেন সংকটের কারণে মলদোভায়ও শরণার্থীর ঢল নামায় দরিদ্র দেশ হিসেবে সে দেশের সরকার পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে৷ মলদোভায় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতার ফলেও রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কা বাড়ছে৷ এমন অবস্থায় ইউরোপ থেকে আরও সহায়তার আশা করছে সে দেশ৷

ইউক্রেনে যুদ্ধের কারণে গোটা বিশ্বে শস্য, রান্নার তেল, জ্বালানি ও সারের দাম অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে৷

বিশেষ করে আফ্রিকায় খাদ্য সংকট আরও গভীর হতে পারে বলে  জাতিসংঘ আশঙ্কা করছে৷ ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরুর পর থেকে কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে ইউক্রেন ও রাশিয়া থেকে শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি কার্যত থমকে গেছে৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, শুধু ইউক্রেনের ওডেসা বন্দরেই প্রায় আড়াই কোটি টন শস্য আটকে রয়েছে৷ তার মতে, গোটা বিশ্বে বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষের জন্য সেই শস্য সরবরাহ অত্যন্ত জরুরি৷

ফলে দ্রুত গতিতে এবং দক্ষতার সঙ্গে এমন খাদ্য সংকটের মোকাবিলা করতে চায় জি-সেভেন৷ জি-টোয়েন্টি গোষ্ঠীর বর্তমান সভাপতি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিও খাদ্য নিরাপত্তা সম্পর্কে আলোচনা করতে শুক্রবার বৈঠকে যোগ দিচ্ছেন৷

নভেম্বরে সে দেশে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতির সম্ভাবনা নিয়েও কথা হবে৷

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ইউক্রেনের জন্য আরও সহায়তার পক্ষে সওয়াল করছেন৷ তার মতে, বিশেষ করে রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে আরও দ্রুত ও আরও বেশি সামরিক সরঞ্জাম পাঠানো উচিত, যা ন্যাটোর মানের হতে হবে৷ 

সূত্র: ডয়েচে ভেলে

কিউটিভি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৪৩

▎সর্বশেষ

ad