আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে লড়াইরত রুশ সেনারা ‘বিভ্রান্ত’ এবং তারা ইউক্রেনের কাছ থেকে ‘প্রতিরোধ আশা করেনি’ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রুশ সেনারা রণসরঞ্জাম রেখেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি।
ফেসবুকে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে চতুর্থ দফায় শান্তি আলোচনা মঙ্গলবার তুরস্কে শুরু হবে। আলোচনা ‘বেশ ভালো’ হচ্ছে বলেও জেলেনস্কিকে জানানো হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ইউক্রেনীয় বাহিনী সোমবার লুহানস্ক এবং কিয়েভ অঞ্চল থেকে তিন হাজার আটশ জনকে পালিয়ে যেতে সহায়তা করতে সক্ষম হয়েছে। তবে ১০০ টন পণ্য বোঝাই একটি কনভয় এখনও অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে পৌঁছাতে পারেনি; বার্দিয়ানস্কেই আটকে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রুশ সেনাদের ফেলে যাওয়া রণসরঞ্জাম স্মারক হিসেবে গ্রহণ করে ইউক্রেনকে রক্ষায় কাজে লাগানো হচ্ছে বলেও জানিয়ে তিনি বলেন, রুশ সেনারাই আমাদের সেনাবাহিনীর অস্ত্র সরবরাহের একটি উৎস। দুঃস্বপ্নেও এমন ঘটনা তারা কল্পনাও করতে পারেনি।
কিউটিভি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:১৮