আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলিভিল শহরের সিনাগগে (ইহুদি উপাসনালয়) গত শনিবার জিম্মি করার ঘটনা তদন্তের অংশ হিসেবে যুক্তরাজ্যে দুই তরুণকে আটক করা হয়েছে। কলিভিলের জিম্মিকারী ছিলেন ইংল্যান্ডের ব্ল্যাকবার্নের বাসিন্দা ব্রিটিশ নাগরিক মালিক ফয়সাল আকরাম (৪৪)। তিনি ১০ ঘণ্টাব্যাপী জিম্মি ঘটনার পর পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের দক্ষিণ ম্যানচেস্টারে গ্রেপ্তার করা দুজনের নির্দিষ্ট বয়স বা লিঙ্গ পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে, তারা বয়সে তরুণ।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে তারা যোগাযোগ করছে এবং যুক্তরাষ্ট্রের তদন্তে সহায়তা অব্যাহত রেখেছে। সিনাগগের ঘটনার চলমান তদন্তের অংশ হিসেবে দুই তরুণকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মার্কিন পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মালিক ফয়সাল আকরাম দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আকরামের ভাই গুলবার ব্ল্যাকবার্ন মুসলিম কমিউনিটি ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তার ভাই মানসিক সমস্যায় ভুগছিলেন।
পুলিশ ১০ ঘণ্টা জিম্মিকারীর সঙ্গে আলোচনা ও নানা তৎপরতার পর জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করে গতকাল রবিবার। কংগিগ্রেশন বেথ ইসরায়েল নামের সিনাগগে স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে সাবাথের প্রার্থনাকালে ঘটনার সূত্রপাত। ওই সিনাগগের যাজকসহ চার ব্যক্তিকে প্রথমে জিম্মি করা হয়েছিল।
জিম্মিকারী ব্যক্তি পাকিস্তানি স্নায়ুরোগবিশারদ কারাবন্দি আফিয়া সিদ্দীকির মুক্তি দাবি করেছিলেন। আফিয়া যুক্তরাষ্ট্রে ৮৬ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আফগানিস্তানে বন্দি থাকার সময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের হত্যাচেষ্টার দায়ে তাকে ওই সাজা দেওয়া হয়।
সূত্র : বিবিসি।
কিউটিভি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০






